গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত ডা. জাফরুল্লাহর চৌধুরীর বাসায় এডিস মশার লার্ভা পাওয়ায় তাঁর ছেলে বারীষ হাসান চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক অভিযান পরিচালনাকালে ধানমন্ডির ‘বৈভ্রাজ’ নামক বাসভবনটির ছাদে ও চারপাশে মশার লার্ভা পান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।
জনসংযোগ শাখা আরও জানায়, এ ছাড়া আজ করপোরেশনের আওতাধীন খিলগাঁও, মায়াকানন, ঝাউচর, হাজারীবাগ, ঝিগাতলা, টিকাটুলি, পশ্চিম নন্দীপাড়া, উত্তর মান্ডা, কাজীরগাঁও, কুতুবখালী, মেরাজনগর ও জিয়া সরণি এলাকায় আরও ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়ায় আজ ১০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সর্বমোট ৫৩৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় মোট ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ