একদিন পিছিয়ে ২৮ জুলাই (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিনে মহাসমাবেশ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
আজ বুধবার (২৬ জুলাই) রাত ৯টায় এ কথা জানান বিএনপি মজাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এই সিদ্ধান্তের কথা মৌখিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে জানানোও হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাসমাবেশে একদিন পেছানোর বিষয়ে আমরা ডিএমপিকে জানিয়েছি। তারা এখনও কিছু জানায়নি।
পূর্বকোণ/জেইউ/পারভেজ