চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

গণপিটুনিতে নিহত রেণুর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০১৯ | ২:৪২ অপরাহ্ণ

রাজধানীর উত্তর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়ে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেণুর পরিবারকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে গতকাল (সোমবার) হাইকোর্টের একই বেঞ্চ গণপিটুনিতে তাসলিমা বেগম রেণুসহ সারাদেশে যারা নিহত হয়েছেন, তাদের রক্ষা করতে না পারাকে কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা বলে ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন। সেই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।

উল্লেখ্য, গত ২০ জুলাই সন্তানের স্কুলের খোঁজখবর নিতে গিয়ে একদল উন্মত্ত জনতার হাতে নিহত হন রেণু। পুলিশকে জানায়, ছেলেধরা সন্দেহ থেকে স্থানীয় লোকজন তার ওপর হামলা চালায়। এসময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনিতে হত্যা করা হয়। এ ঘটনায় ওইদিন রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহত রেণুর ভাগিনা নাসির উদ্দিন।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট