চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

সর্বশেষ:

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ

ক্রীড়া প্রতিবেদক

৬ এপ্রিল, ২০২৩ | ১২:২৪ অপরাহ্ণ

আজ ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)’র প্রস্তাবে ২০১৩ সালের ২৩ আগস্ট জাতিসংঘ প্রতিবছর ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা দেয়। জাতিসংঘ স্বীকৃত অন্যান্য দিবসের মতো ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়ে আসছে, যার মূল প্রতিপাদ্য, উন্নয়ন ও শান্তির জন্য ক্রীড়া। ১৮৯৬ সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসের উদ্বোধন হয়েছিল ৬ এপ্রিল। সে জন্যই আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে দিনটিকে বেছে নেওয়া। ২০১৭ সাল থেকে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আন্তর্জাতিক ক্রীড়া দিবসের পাশাপাশি আজকের দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবেও পালন করছে।

 

আইওসি ও জাতিসংঘ মনে করে, শুভেচ্ছা-সম্প্রীতি, স্বাস্থ্যকর প্রতিযোগিতা এবং সহযোগিতার মানসিকতা তৈরির ইতিবাচক উপায় হচ্ছে খেলাধুলা। সমাজ পরিবর্তনে খেলাকে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহারের প্রতিশ্রুতি রয়েছে আইওসি ও জাতিসংঘের। এ নিয়ে যৌথ কর্মসূচিও আছে সংস্থা দুটির। দুটি সংস্থাই সাংস্কৃতিক বোঝাপড়া, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অলিম্পিক গেমসের মতো বৈশ্বিক ক্রীড়া আসরগুলোকে কাজে লাগাচ্ছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট