চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাজধানীর কাঁটাবনে আগুন

অনলাইন ডেস্ক

২৭ মার্চ, ২০২৩ | ৮:৩৫ অপরাহ্ণ

রাজধানীর কাঁটাবনে শেলটেক কম্পিউটার সিটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

 

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান।

 

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাঁটাবনের বাটা সিগন্যালের একটি নয় তলা ভবনের পাঁচ তলায় আগুন লাগার খবর পাই। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় আগুন নেভাতে। পরে আরও ৭টি ইউনিট আগুন নেভাতে যুক্ত হয়। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

এর আগে আজ সোমবার গভীর রাতে ওয়ারীর কাপ্তানবাজার সংলগ্ন জয়কালী মন্দিরের পাশে (হানিফ ফ্লাইওভারের নিচে) সুইপার কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ২০টি টিনশেড ঘর পুড়ে যায়। এতে নারীসহ দগ্ধ হয়েছেন সাতজন। যারা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট এবং ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট