চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১০ জানুয়ারি, ২০২৩ | ২:৪৬ অপরাহ্ণ

বিএনপির পূর্বঘোষিত ‘গণঅবস্থান’ কর্মসূচিকে ঘিরে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ডিএমপির সদরদপ্তরে মুজিব কর্ণারের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মসূচিতে সরকার কখনও বাধা দেয়নি। কিন্তু বিগত সব কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। আর গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাংচুর বা ধংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে।’

এর আগে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ১১ জানুয়ারি দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। ওই দিন সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত তারা গণঅবস্থান কর্মসূচি পালন করবে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট