চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল দুজনের, আক্রান্ত ১২৫

অনলাইন ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২২ | ৬:০৭ অপরাহ্ণ

দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। একই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫ জন। ফলে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬১ হাজার ২৬৩ জন।

শনিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের ৬৮ জন ঢাকার এবং ৫৭ জন অন্যান্য জেলার বাসিন্দা। এ নিয়ে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৭৪৮ জন ডেঙ্গু রোগী।

চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ২৪৪ জন।

উল্লেখ্য, এ বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ২০২০ সালে করোনার প্রকোপের সময় ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১-এ দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। সে বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট