চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘বিউটিফুল ঢাকা’ প্রকল্প বাস্তবায়নে ঋণ দেবে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২ | ৭:১৬ অপরাহ্ণ

চারপাশের নদীগুলো দখলমুক্ত করে ঢাকাকে বাসযোগ্য নগরী গড়ে তুলতে ঋণ দেবে বিশ্বব্যাংক। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে দুপুর ১টার দিকে অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আবদুলাই শেখকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মিটিংয়ের পর দুপুর ২টার দিকে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, ‘বিউটিফুল ঢাকা’ নামে একটি প্রকল্পে ঋণ দিতে রাজী হয়েছে বিশ্বব্যাংক। এ বিষয়ে স্টাডি সম্পন্ন হয়েছে। কয়েকটি ভাগে এই প্রকল্প বাস্তবায়ন হবে। এটি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। এই প্রকল্পের অধীনে ঢাকার চারপাশের নদীগুলো দখলমুক্ত করা হবে। ঢাকাকে বসবাসযোগ্য করে গড়ে তোলা হবে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট