চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘একুশ’ নিয়ে প্রথম গান লিখেন আবদুল গাফফার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক 

১৯ ফেব্রুয়ারি, ২০২২ | ১:০৩ অপরাহ্ণ

২১ ফেব্রুয়ারি গুলিবর্ষণের ঘটনার পর ‘একুশ’ নিয়ে প্রথম গান লিখেন আবদুল গাফফার চৌধুরী। গানটি হল- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ এ গানটিতে প্রথমে সুরারোপ করেন আব্দুল লতিফ। পরে করাচি থেকে ঢাকায় ফিরে ১৯৫৪ সালে আলতাফ মাহমুদ আবার নতুন করে সুরারোপ করেন।

সেই থেকে এই গানটি হয়ে গেল একুশের প্রভাতফেরির গান। বর্তমানে আলতাফ মাহমুদের সুর করা গানটিই গাওয়া হয়। ১৯৫৪ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে সংকলনে প্রকাশিত হয় গানটি। তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে। জহির রায়হান তার জীবন থেকে নেয়া ছবিতে এ গানটি ব্যবহার করার পর এর জনপ্রিয়তা লাভ করে ব্যাপকভাবে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাবার পর আন্তর্জাতিক পরিম-লে এই গানটির সুনাম আরো বাড়তে শুরু করে। ইতোমধ্যে গানটি সুইডিশ ও জাপানি ভাষাসহ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। বিবিসি শ্রোতা জরিপে বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় এটি তৃতীয় স্থান লাভ করে।

 

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট