চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মোবাইলে দেখা যাবে বিটিভি, এপ উদ্বোধন তথ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

১২ মে, ২০২১ | ৮:৫৪ অপরাহ্ণ

মোবাইল এপ্লিকেশনে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান দেখার সুবিধা নিয়ে এলো বিটিভি এপ। গুগল প্লে স্টোর থেকে এন্ড্রয়েড মোবাইলে এবং এপ স্টোর থেকে আইফোনে বিনামূল্যে এপটি ডাউনলোড করা যাবে। বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম এবং সংসদ বাংলাদেশ টেলিভিশন -চারটি চ্যানেলই এপের মাধ্যমে অনুষ্ঠান দেখা যাবে।

বুধবার (১২ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদএপটির উদ্বোধন করেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, এপের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মোবাইল ফোন বাংলাদেশ টেলিভিশন দেখার এ সুবিধা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের জন্য নতুন যুগের সূচনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের আরেকটি গণমুখী দৃষ্টান্ত।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আজকে ইলেক্ট্রনিক গণমাধ্যম সমাজের চিত্র তুলে ধরা, মানুষের মনন তৈরি এবং আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য লালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার যাত্রা শুরু হয়েছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই। ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণের পর তার নেতৃত্বেই দেশে বেসরকারি টেলিভিশনের যাত্রা। সেই থেকে আজ পর্যন্ত ৩৪টি স্যাটেলাইট চ্যানেল সম্প্রচারে আছে, অপেক্ষায় আছে আরও ১১টি।’

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট