চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অটোরিকশা চালক ফিরিয়ে দিলেন প্রবাসীর টাকা ভর্তি ব্যাগ

অনলাইন ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২০ | ১:৫৫ অপরাহ্ণ

সিএনজি চালিত অটোরিকশা চালক আলী হোসেন,স্থাপন করেছেনসততার এক অনন্য দৃষ্টান্ত ! মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় যুক্তরাজ্য প্রবাসী মো. ফিরোজ মিয়ার হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্রসহ নগদ ৫০ হাজার টাকা ফিরিয়ে দেন তিনি। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে যুক্তরাজ্য প্রবাসী ফিরোজ মিয়া মহানগরের কুশিঘাট এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। নেমে যাওয়ার সময় তিনি ভুলবশত অটোরিকশায় প্রয়োজনীয় কাগজপত্রসহ নগদ ৫০ হাজার টাকা ফেলে যান। অটোরিকশায় ফেলে যাওয়া অর্থ ও কাগজপত্র খুঁজে পান চালক আলী হোসেন। পরে সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত তামাবিল উপ-পরিষদের নেতাদের হাতে টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।

এদিকে, তামাবিল স্ট্যান্ডে ফেলে আসা প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাগের খোঁজ করতে থাকেন ওই প্রবাসী। এ সময় সিএনজি চালক আলী হোসেন যাত্রীর ফেলে যাওয়া সব মূল্যবান জিনিসপত্র ফিরিয়ে দেন। সেখানে উপ-পরিষদের সদস্য দবির, ম্যানেজার সোহেল, চালক কামাল মিয়া ও লুতু মিয়া উপস্থিত ছিলেন। প্রবাসী ফিরোজ মিয়া বলেন, মূল্যবান জিনিসপত্রসহ নগদ ৫০ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ সিএনজি অটোরিকশায় ভুলে ফেলে যাই। কিন্তু সিএনজি চালক আলী হোসেন ব্যাগটি পেয়ে ফিরিয়ে দিয়েছেন। সিএনজি চালকের এমন মহৎ কাজে আমি খুশি। সেই সঙ্গে তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান তিনি।

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট