চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইয়র্কশায়ারে টানা বর্ষণে বন্যা, সতর্কতা জারি

৯ নভেম্বর, ২০১৯ | ২:২৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাজ্যের উত্তরাঞ্চলের ইয়র্কশায়ার কাউন্টিতে টানা বর্ষণের ফলে সৃষ্টি হয়েছে বন্যা। যার ফলে পানিবন্দি হয়ে পড়েছেন সেখানকার হাজারো মানুষ।

গতকাল শুক্রবার এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার ইয়র্কশায়ারের কয়েকটি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গত কয়েকদিনের বর্ষণে জলাবদ্ধতা দেখা দেয় কাউন্টির নিম্নাঞ্চলগুলোতে। ওই সময় পর্যন্ত কোনো সতর্কতা দেখায়নি আবহাওয়া অফিস। তবে বুধবার (৬ নভেম্বর) ডন নদীর পানি উপচে মুহূর্তেই প্লাবিত হয় গোটা এলাকা। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

বৃহস্পতিবার সুপারশপ ও রেস্টুরেন্টেই রাত কাটাতে হয়েছে কয়েকশ মানুষকে। এদিকে, ডন নদীর তীরবর্তী এলাকায় শতাধিক কটেজ পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট