চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

পাকিস্তান ৯ নভেম্বর কারতারপুর করিডর খুলে দেবে ভারতীয়দের জন্য

২২ অক্টোবর, ২০১৯ | ১:৩১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : বহুল প্রতীক্ষিত কারতারপুর করিডর আগামী ৯ নভেম্বর সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে যেতে ভারতীয়দের জন্য কোনো ভিসা লাগবে না।

এ ছাড়া এই করিডরের মাধ্যমে যুক্ত হবে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর ডেরাবাবা নানক শেরনি এবং পাকিস্তানের লাহোরে দরবার সাহিব গুরুদ্বার।
খবর দ্যা ইকোনমিক টাইমসের।

ইমরান তার ফেসবুকে লিখেছেন, সারা বিশ্বের শিখ সম্প্রদায়ের জন্য এই করিডরের দরজা খুলে দেয়া হবে শিগগিরই। কারতারপুরের কাজ এ মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি জানিয়েছেন, বিশ্বের সব থেকে বড় এই গুরুদ্বারে ভারত এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শিখ সম্প্রদায়ের মানুষ যেতে পারবেন। আশা করা হচ্ছে, এর ফলে এটি শিখ সম্প্রদায়ের মানুষের কাছে সব থেকে বড় ধর্মস্থান যেমন হয়ে উঠবে , তেমনি স্থানীয় অর্থনীতিতেও এর একটা ইতিবাচক প্রভাব পড়বে।

শেয়ার করুন