চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্যালাইনের পানি দিয়ে নকল টিকা বানিয়ে কোটি টাকা আয়

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২১ | ৩:৪২ অপরাহ্ণ

চীনে করোনার ভেজাল টিকা বিক্রি করে কোটি কোটি অর্থ হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এই চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী।

বিবিসি জানায়, টিকার ভেতরে পানি ও স্যালাইন ঢুকিয়ে দিত চক্রটি। এমন ভেজাল টিকা মানুষের কাছে বিক্রি করত তারা। এমনকি দেশের বাইরেও পাচার করে।

টিকার প্যাকেজিংয়ের ডিজাইন নিয়ে গবেষণার সময় কং নামে এক ব্যক্তিকে শনাক্ত করে কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।

ইতিমধ্যে দেশের বাইরে এক ব্যাচ ভেজাল টিকা পাচার করা হয়েছে বলে জানা গেছে। তবে কোন দেশে সেগুলো পাঠানো হয়েছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

টিকা নিয়ে প্রতারণা রুখতে বেইজিংয়ের কঠোর অবস্থান নেয়। বেশ কয়েকটি অভিযান চালিয়ে কংসহ এখন পর্যন্ত ৭০জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০টির বেশি মামলায় এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের শেষের দিকে এসব মামলা হয়।

আদালত সূত্রে জানা যাচ্ছে, কং ও তার চক্র মিলে ২০ লাখ ৭৮ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৭ কোটির বেশি) আয় করে নিয়েছে।

গত আগস্ট থেকে সিরিঞ্জের ভেতরে স্যালাইন ও পানি ঢুকিয়ে এ জালিয়াতি শুরু করে তারা।

গত নভেম্বরে ৬০০ ভেজাল টিকার একটি ব্যাচ হংকংয়ে পাঠায় চক্রটি। আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে প্রকৃত প্রস্তুতকারীদের বানানো এসব টিকা পাওয়া গেছে বলে সেগুলো বিক্রি করা হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট