চট্টগ্রাম সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশে যাওয়ার সুযোগ দিল সৌদি আরব
ফাইল ছবি

মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশে যাওয়ার সুযোগ দিল সৌদি আরব

সৌদিআরব সংবাদদাতা

২৮ জুন, ২০২৫ | ৯:৩৫ অপরাহ্ণ

সৌদিআরবে যেসব দেশের প্রবাসীদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের কে দেশে ফেরার সুযোগ দিল সৌদিআরব সরকারের পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত।

 

নতুন ঘোষণায় জানানো হয়েছে, এসব ভিসাধারীরা এখন ৩০ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন। খবর সৌদি গ্যাজেটের।

 

এ সুযোগ চালু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে, যা হিজরি ক্যালেন্ডারে ১ মহররম।

 

তারা ২৬ জুন থেকে পরবর্তী ১ মাসের মধ্যে এ সুবিধা গ্রহণ করে সৌদিআরব ত্যাগ করতে আর কোন বাধা থাকবেনা। ঘোষণায় আরও বলা হয়েছে, যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন।
ভিসাধারীদেরকে আবেদন করতে হবে আবশের নামে পরিচিত সরকারি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে। সেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

 

জাওয়াজাত জানিয়েছে, যারা এই সুবিধা নিতে চান, তারা যেন ৩০ দিনের মধ্যে আবেদন শেষ করেন। সময় শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে। যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরতে চান।

 

যারা নিজে থেকে আবেদন করতে পারেন না, তারা পরিচিত কেউ বা কোনো নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। ‘আবশের’ প্ল্যাটফর্ম ব্যবহারে সমস্যা হলে সাইবার ক্যাফের সহায়তা নেয়াও যেতে পারে।

 

সৌদি সরকার আগে থেকেই এমন সুযোগ দিয়ে থাকে, যাতে বিদেশিরা দণ্ড ছাড়াই ও শান্তিপূর্ণভাবে দেশে ফিরতে পারেন। তাই যাদের ভিসা মেয়াদোত্তীর্ণ, তাদের সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছে সৌদিআরবের জাওয়াজাত।

 

ইতোপূর্বে এজাতীয় ভিজিট ভিসা এক্সপায়ার্ডদের দেশে পাঠাতে গিয়ে যিনি সৌদিতে নিয়ে এসেছিলেন তার ইকামা রিনিউ হতোনা। বর্তমানে প্রদত্ত এই সুযোগ গ্রহন করে দেশে পাঠিয়ে দিলে আর সেই সমস্যায় পরবেন না। যদি এই সুযোগ গ্রহন না করে আরো বিলম্ব করেন তাহলে পরবর্তীতে ভিজিট ভিসায় যাদের নিয়ে এসেছেন তাদেরকে আর ইমার্জেন্সি ভিত্তিতেও পাঠাতে পারবেন না। পাঠাতে পারলেও আপনি বৈধ হিসেবে আর থাকতে পারবেন না।

 

পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট