আবুধাবি এয়ারপোর্ট ডিউটি ফ্রির মাসিক র্যাফেল ড্র’র ২৭৬ সিরিজের সাপ্তাহিক ই-ড্রতে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী (৪১) আজ শুক্রবার ১ লাখ ৫০ হাজার দিরহাম জিতেছেন যা বাংলাদেশি টাকায় অর্ধ কোটি টাকার বেশি।
বিগ টিকেটে এক হাজার দিরহামে ২টি টিকেট কিনলে চারটি ফ্রি টিকেট পাওয়া যায়। তার ফ্রি টিকেট নম্বর ২১৭৪৩৭ এই সৌভাগ্যের বার্তা বয়ে আনল।
এই জয়ের পাশাপাশি তার কেনা মূল ২ টিকেট এ মাসের মেগা র্যাফেল ড্রতে (আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য জুন মাসের ড্রতে) সামিল হবে যার বিজয়ী পুরস্কার মূল্য হবে ২.৫ কোটি দিরহাম বা ৮৩.৫ কোটি টাকা।
মোহাম্মদ চৌধুরী গত ২০ বছর ধরে আবুধাবিতে বসবাস করছেন। তিনি বিগ টিকিটের কথা প্রায় ১২ বছর আগে বন্ধুদের মাধ্যমে শুনেছিলেন এবং তারপর থেকে প্রতিমাসে তাদের গ্রুপের সাথে এতে অংশ নিয়ে আসছেন।
বিগ টিকেটের পক্ষ থেকে যখন সুসংবাদটি জানাতে ফোন করা হয় তখন চৌধুরী হতভম্ব হয়ে বলেন, সত্যিই! আমি বিশ্বাস করতে পারছি না। আমি এখন কি করব? এটা একটা ভালো এমাউন্ট। আমি খুব খুশি,” তিনি একজন হাউজ ড্রাইভার হিসেবে কাজ করেন এবং তার একটি ছোট ব্যবসাও আছে।
তিনি জানান, তিনি বিগ টিকেটে কেনার কয়েকটি গ্রুপের সাথে আছেন। এসব দলে কখনো পাঁচজন থাকে,কখনো ১০ এমনকি ২০ জনও আছেন। যাদের টিকেটে তিনিই কিনেন।
তিনি বলেন, এই জয়ের আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। এখন আমরা গ্রুপের ১০ জন বন্ধুর মধ্যে পুরস্কারের টাকা ভাগ করে নেব এবং আমি অংশের টাকা আমার ব্যবসায় বিনিয়োগ করব।
পূর্বকোণ/বাপ্পি/জেইউ/পারভেজ