হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আবুধাবিতে মোহাম্মদ সোলায়মান (৪৩) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি থানার ১৫ নম্বর রোসাংগিরি ইউনিয়নের লালির বাপের বাড়ির মৃত মনির আহমদের বড় ছেলে।
মৃতের চাচাত ভাই আবদুল করিম পূর্বকোণকে বলেন, আবুধাবির আল মারিয়া আইল্যান্ডের একটি নির্মাণ সাইটে কর্মরত অবস্থায় অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হলে তাকে স্থানীয় ক্লিভল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি আজ সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে ফের স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি ১৪ ও ১১ বছরের দুই কন্যা এবং ৭ বছর বয়সী শিশুপুত্র ও স্ত্রী রেখে যান। একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে পরিবারটি বর্তমানে অসহায় হয়ে পড়েছে। মৃতের লাশ এখন আবুধাবির সেন্ট্রাল মর্চারিতে রাখা হয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৫ জুন থেকে শুরু হয়ে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য সরকারি নির্দেশে কার্যকর করা হচ্ছে মধ্যাহ্ন বিরতি আইন। এই আইনের অধীনে দেশজুড়ে উন্মুক্ত স্থানে কর্মরত শ্রমিকদের জন্য দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্মবিরতি রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
পূর্বকোণ/বাপ্পি/জেইউ/পারভেজ