বাহরাইন সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টায় বাহরাইনব্যাপী সাইরেন মহড়া চালিয়েছে। মহড়ার মূল উদ্দেশ্য হল তাদের সাইরেন সিস্টেম পূর্ণাঙ্গভাবে কাজ করে কি না যাচাই করা। এই সাইরেনের শব্দ বাহরাইনের প্রত্যেকটি অঞ্চলে শোনা যায় কি না তা পরীক্ষা করা।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার মুঠোফোনে বলেন, বাহরাইনে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা যেন আতঙ্কিত না হয় এবং নিয়মকানুন যেন মেনে চলে। সাইরেন মহড়ার মূল উদ্দেশ্য হল কোন জরুরি পরিস্থিতিতে দেশের সবাইকে সতর্ক করা।
প্রথম ধাপে সাইরেন শব্দ : সবাইকে ঘরের ভেতরে প্রবেশ করতে হবে এবং খোলা অথবা নিরাপদ জায়গায় সরে যেতে হবে।
দ্বিতীয় ধাপের সাইরেন শব্দ :সবাই নিরাপদে আছে ও বর্তমান পরিস্থিতি স্বাভাবিক।
বাহরাইন সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের মেজর হামাদ সাবাহ সওয়ার জানান, এই মহড়াটি হল বাহরাইন সরকারের জরুরি প্রস্তুতি আগাম পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সাইরেন শব্দের কারণে কেউ যেন আতঙ্কিত না হন। এই বিষয়টি হল রুটিন ও নিরাপত্তার একটি অংশ।
পূর্বকোণ/সুকান্ত/জেইউ/পারভেজ