আবুধাবি প্রবাসী ব্যবসায়ী উদ্যোক্তা এবং সংগঠক এস এম রফিকুল ইসলামের জ্যেষ্ঠ কন্যা রোয়েদা ইসলাম রিহাম মেধাবী শিক্ষার্থী ক্যাটাগরীতে আমিরাত সরকারের ১০ বছর মেয়াদী গোল্ডেন ভিসা পেয়েছেন। রিহাম আবুধাবীর আল নাহাদা স্কুল এন্ড কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন এ কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে।
রিহাম চট্টগ্রামের রাউজান থানার উরকিরচর গ্রামবাসী মরহুম আলহাজ নুরুল ইসলামের দ্বিতীয় সন্তান এস এম রফিকুল ইসলাম ও আবুধাবি প্রবাসী ট্রাভল কন্সালটেন্ট রোকেয়া বেগমের মেয়ে। রিহামের একমাত্র ছোট বোন রাসমিয়া ইসলামও আবুধাবী ইসলামিয়া ইংলিশ স্কুলের ছাত্রী। রাসমিয়া পরপর দুইবার আবুধাবিতে স্কুলভিত্তিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে।
রিহামের পিতা রফিকুল ইসলাম মেয়েদের সফলতার পিছনে তাদের মা রোকেয়া বেগমের অন্যতম ভূমিকা রয়েছে বলে জানান।
পূর্বকোণ/বাপ্পি/জেইউ/পারভেজ