চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বাহরাইনে প্রবাসীদের ঈদ উদযাপন

বাহরাইনে প্রবাসীদের ঈদ উদযাপন

বাহরাইন সংবাদদাতা

৬ জুন, ২০২৫ | ৫:২০ অপরাহ্ণ

বিপুল উৎসাহ উদ্দীপনায় পারস্য উপসাগরীয় দ্বীপ রাষ্ট্র বাহরাইনে প্রবাসী বাংলাদেশিরা ঈদ উদযাপন করেছে। দেশটির বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।

 

ঈদের জামাতে বিভিন্ন দেশের মুসলমানদের পাশাপাশি বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে যেন বাহরাইনের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে। বাহরাইন বুসাইটিন ঈদগাহ ময়দানে ভোর ৫টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। প্রতি বছরের মত এবছরও ঈদের জামাতে বাংলাদেশি প্রবাসী নামাজে অংশগ্রহণ করে কয়েক হাজারের মত ধর্মপ্রাণ মুসল্লী।

 

এ ঈদগাহ ময়দানে দেশটির মুসলিমদের পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী মুসলিমও উপস্থিত ছিল। রাজধানী মানামাসহ বাহরাইন আল ফাতেহ গ্র্যান্ড মসজিদ ও বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। কিন্তু খোলা জায়গায় পশু কোরবানির অনুমতি না থাকায় কিছুটা ম্লান বাহরাইন প্রবাসী বাংলাদেশীদের ঈদ আনন্দ।

 

ঈদ জামাতের ভ্রাতৃত্তের সৌহার্দ শান্তির জন্য দোয়া দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা সেই সাথে ইসলাম ধর্মকে সঠিক শিক্ষার মাধ্যমে বিশ্বব্যাপী শান্তির প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট