চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাই সড়কে বাসের ছাদ থেকে পড়ে দুই বন্ধুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা হ রাঙ্গুনিয়া

১৮ জানুয়ারি, ২০২০ | ৩:৪৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগর এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ছাদ থেকে পড়ে মারা গেছেন দুই তরুণ। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মো. রাকিব (১৮) ও গিয়াস উদ্দিন (১৮) নামের ওই দুই তরুণ গত বৃহস্পতিবার রাতে আত্মীয়ের বাড়ি থেকে নতুন স্মার্টফোন নিয়ে রাঙ্গুনিয়ারমরিয়মনগর ইউনিয়নে নিজের বাড়িতে ফিরছিলেন। তারা দুজন বন্ধু ছিলেন। এ ঘটনায় রাকিবের আরেক বন্ধু মো. আলী (১৯) আহত হয়েছেন। তাকে রাঙ্গুনিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গিয়াসের বাবা আবদুর রহিম বলেন, রাকিব ও গিয়াস দুজনে পড়াশোনা ছেড়ে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ শিখছিলো। নিহত দুজনের স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তারা শহরে আত্মীয়ের বাড়িতে নতুন স্মার্টফোন আনতে যান। রাতে বাসের ছাদে করে তিনজনে নতুন স্মার্টফোন নিয়ে বাড়ি ফিরছিলেন। জিয়ানগর এলাকায় পৌঁছালে একটি হেলে পড়া গাছের ডালে আটকে বাসের ছাদ থেকে তারা পড়ে যান। দুজনকে আহত অবস্থায়

রাউজান উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাকিবকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় গিয়াসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ছাদে যাত্রীবহনকারী বাসটিকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় চালক ও তার সহকারী পলাতক রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট