চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রামেও থাকবে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর, ২০১৯ | ১০:৫০ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে দেশজুড়ে পালন করা হবে মুজিববর্ষ। তারই অংশ হিসেবে চট্টগ্রামের বিজয় মেলা পরিষদও কিছু কর্মসূচি পালন করবে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে মিলনায়তনে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় পরিষদের চেয়ারম্যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল একথা জানান।

তিনি বলেন, আগামী বছর জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে মুজিববর্ষ পালনে বিজয় মেলা পরিষদের পক্ষেও কিছু উদ্যোগ নেব। সেক্ষেত্রে জনসমাগমের চাইতে এমন কর্মসূচি করতে চাই, যাতে পরবর্তী প্রজন্ম সম্পৃক্ত হয়। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যেভাবে প্রজন্মকে ধ্বংসের পথে নিতে চেয়েছিল, তা যেন কখনও আর করতে না পারে।

সভায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা ১৬ ডিসেম্বর বিজয় শোভাযাত্রার আয়োজন বিষয়ে আলোচনা করতে উপস্থিত ছিলেন।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন বিজয় মেলা পরিষদের মহাসচিব মো. ইউনুছ, নগর আ.লীগের আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোশতাক আহমেদ, উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিগণ।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট