চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় গুলিতে আহত আইয়ুব মারা গেছে

২২ অক্টোবর, ২০১৯ | ২:২৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় হত্যা মামলার আসামি আইয়ুব আলী (৫০) গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ দিন পর অবশেষে মারা গেছে। রবিবার (২০ অক্টোবর) রাত ১০ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় আইয়ুব আলীর স্ত্রী জাহিদা বেগম ৩ জনকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। নিহত আইয়ুবের বাড়ি ইসলামপুর ইউনিয়নের খলিফা পাড়া এলাকায় হলে তিনি দীর্ঘদিন ধরে লালানগর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় থাকতেন। জানা গেছে, ৫ অক্টোবর রাতে বাড়ি থেকে মোটর সাইকেল চালিয়ে ধামাইরহাট বাজারের দিকে যাচ্ছিল আইয়ুব আলী। পথিমধ্যে পেছন থেকে একটি অটোরিকশা থেকে দুর্বৃত্তরা গুলি ছুড়ে। গুলিতে আহত হলে তৎক্ষণিক স্থানীয়রা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ১৪ দিন পর রবিবার হাসপাতালে মারা যান তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার এস আই মো. ইসমাঈল হোসেন বলেন, ‘আইয়ুব আলী ১৯৯১ সালের একটি হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলায় তিনি সম্প্রতি জামিনে আসেন। হাসপাতালে মারা যাওয়ার পর আইয়ুবের লাশ ময়না তদন্ত করা হয়েছে। গুলিবিদ্ধের ঘটনায় তাঁর স্ত্রীর দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। মামলাটির তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট