চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

অবমূল্যায়নের প্রতিবাদ ফটিকছড়িতে পরিবার কল্যাণ সহকারীদের সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

১৯ অক্টোবর, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

পরিবার কল্যাণ সহকারীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি এবং নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন ৩য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণিতে পদমর্যাদা নামিয়ে অবমূল্যায়নের প্রতিবাদে ফটিকছড়ি উপজেলা পরিবার কল্যাণ সহকারীরা গত বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ করেছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সমিতির সভাপতি ফৌজিয়া খানমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিতা বড়ুয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেজেরুন নেছা।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ যখন বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনি এক কালো থাবা আমাদেরকে পিছনে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের ন্যায্য পাওনা প্রধানমন্ত্রীর বরাবর জানাতে চাই। সরকার আমাদেরকে ৩য় শ্রেণি ফিরিয়ে না দিলে আমরা সারাদেশের পরিবার কল্যাণ সহকারীরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবো।
সমাবেশে বক্তব্য রাখেন পরিবার কল্যাণ সহকারী আমেনা বেগম, বাসনা চক্রবর্তী, শারমিন আক্তার, লাকী প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট