চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রাঙ্গুনিয়া ও পানছড়িতে হাত ধোয়া দিবস পালিত

১৮ অক্টোবর, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া: নিজস্ব সংবাদদাতা জানান, ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন, সকলের হাত, পরিচ্ছন্ন থাক’ এই প্রতিপাদ্যে উপজেলায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। গত ১৫ অক্টোবর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় শোভাযাত্রা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন প্রাঙ্গণে হাত ধোয়া প্রদর্শনীতে ঘাটচেক উচ্চ বিদ্যালয় ও শিশুমেলা মডেল স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। এর আগে শোভাযাত্রায় ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন, উপজেলা প্রকৌশলী দিদারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইয়াকুব ফারহান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দীন, ব্র্যাক ওয়াশ কর্মসূচির উপজেলা ম্যানেজার সত্য নারায়ণ পাল প্রমুখ।

পানছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর উপজেলার ২ নং চেংগী ইউপির বড়কলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক’। এ উপলক্ষে আয়েজিত র‌্যালিশেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা, চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাদ চাকমাসহ স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট