চট্টগ্রামে চোরাই মোটরসাইকেল দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে দুটি মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- কিশোরগঞ্জ জেলার নোয়াপাড়া চৌদ্দশত এলাকার আহম্মেদ রাসেলের ছেলে নাইমুর রহমান (৩২) ও ভোলার মনপুরা চর ফয়েজ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শাহরুপ হোসেন (১৯)।
সিএমপির (উত্তর-দক্ষিণ) গোয়েন্দা (ডিবি) পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বুধবার রাতে চট্টগ্রামের বায়েজিদ এবং খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পূর্বকোণ/এএইচ