চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনারোধে ইয়ার্ড মালিকগণ বদ্ধপরিকর’

১৪ অক্টোবর, ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প কে আরও নিরাপদ এবং পরিবেশবান্ধব করে প্রতিষ্ঠার লক্ষে শিল্প মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ইয়ার্ড মালিকগণ কাজ করছেন। শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনারোধে করণীয় নির্ধারণকল্পে বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশন (বিএসবিআরএ) এর সদস্যগণ গতকাল রবিবার লালখান বাজারস্থ পিটস্টপ রেষ্টুরেন্ট এর সভাকক্ষে এক সভায় মিলিত হন। সভায় বিএসবিআরএ’র সদস্যগণ ছাড়াও ‘সেইফটি এজেন্সীর’ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম ‘জাহাজের হট জোনে’ কাজ করার পূর্বে বিষ্ফোরক পরিদর্শকের ‘সেইফ ফর ম্যান এন্ট্রি এবং সেইফ ফর হট ওয়ার্ক’ সার্টিফিকেট গ্রহন করতঃ সেইফটি এজেন্সির প্রতিনিধির উপস্থিতিতে বিভাজন কাজ করার জন্য সকল ইয়ার্ড মালিককে অনুরোধ করা হয়। এছাড়া সেইফটি এজেন্সির প্রতিনিধির পরামর্শ প্রত্যেক ইয়ার্ডের ‘সেইফটি অফিসার’ এবং জাহাজের ‘শিপ ইনচার্জ’ যাতে অনুসরণ করেন এবং সে মতে শ্রমিকদের কাজ শুরুর পূর্বে ব্রীফ করেন, তার নিশ্চয়তা বিধানের জন্য সভা থেকে ইয়ার্ড মালিকদের পরামর্শ প্রদান করা হয়। ইয়ার্ড মালিকগণ ভাল ও উন্নতমানের ‘সেইফটি ইকুইপমেন্ট’ সরবরাহ নিশ্চিত করবেন এবং শ্রমিকগণ বাধ্যতামূলকভাবে উক্ত ‘ সেইফটি ইকুইপমেন্ট’ পরিধান করে বিভাজন সহ অন্যান্য কাজ করবেন মর্মে ইয়ার্ড মালিকগণ সভাকে আশ^স্ত করেন। এখন থেকে ‘সেইফটি এজেন্সী’ আরো কার্যকর গাইড লাইন প্রদান করবেন, জাহাজের ‘হট জোনে’ কাজ করার সময় উপস্থিত থাকবেন, কাটার শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবেন। এছাড়া ঠিকাদার যাতে প্রশিক্ষণ বিহীন কোন শ্রমিক সরবরাহ করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য ইয়ার্ড মালিক ও ইয়ার্ড ম্যানেজমেন্টকে পরামর্শ প্রদান করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট