চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ট্রেড ফেসিলিটেশন বিষয়ে খাদ্যপণ্য আমদানি-রপ্তানিকারকদের সাথে আলোচনা সভা

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪ | ১:১৪ অপরাহ্ণ

বিএসটিআই এবং বিটিএফ-ইউএসআইডি’র যৌথ উদ্যোগে হোটেল বেস্ট ওয়েস্টার্ন এ ‌‘বিসনেস ডায়ালগ অন স্ট্রেঞ্জথেনিং কলাবোরেশন বিটুইন বিএসটিআই এন্ড ফুড ইমপোর্টিং বিসনেস : এক্সিস্টিং চ্যালেঞ্জ এন্ড স্ট্রাটেজিস ফর ইমপ্রুভমেন্ট” শীর্ষক বিজনেস ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিটিএফ এর প্রকল্প পরিচালক মাইকেল জে পার।

এছাড়া সভায় কাস্টমস কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে যুগ্ম কমিশনার মো. মারুফুর রহমান এবং বন্দর কর্তৃপক্ষের উপ-ট্রাফিক কন্ট্রোলার গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলাম, বিটিএফ প্রকল্পের টেকনিক্যাল এডভাইজর নিপুন চাকমা এবং বিএসটিআই’র মো. নূরুল আমিন, পরিচালক (সিএম), প্রকৌঃ নুরূল ইসলাম, পরিচালক (প্রশাসন) গাজী নূরুল ইসলাম, পরিচালক (রসায়ন), মোহাম্মদ আরাফাত হোসেন সরকার, উপপরিচালক (সিএম), সিএন্ডএফ এসোসিয়েশনের প্রতিনিধি, খাদ্যপণ্য আমদানিকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট