চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চেক প্রতারণা মামলায় আ.লীগ নেত্রী ববিতা বড়ুয়া গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৪ | ১১:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় ববিতা বড়ুয়া নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার (১৫ নভেম্বর) নগরীর বাসা থেকে ওই নেত্রীকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ বলেন, এনআই এক্ট মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ববিতা বড়ুয়া।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার ববিতা বড়ুয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

 

এর আগে  চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় ববিতা বড়ুয়াকে ২০২১ সালে বিভিন্ন মেয়াদে সাজা হওয়ায় ২০২২ সালের ৭ মার্চ নগরীর কোতোয়ালী থানার আবেদিন কলোনি থেকে ববিতা বড়ুয়াকে গ্রেপ্তার করে কোতায়ালী থানা পুলিশ। 

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট