চট্টগ্রাম শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪

বিশ্ব ডাক দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

৯ অক্টোবর, ২০২৪ | ১:১৮ অপরাহ্ণ

আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘যোগাযোগ সক্ষমকরণ ও বিশ্বজুড়ে জনগণের ক্ষমতায়নের ১৫০ বছর’। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি যুগে আগের মতো ডাক বিভাগের কদর নেই বললেই চলে। এ উপলক্ষে চট্টগ্রাম ডাক বিভাগের উদ্যোগে আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মচারীদের পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।

 

এছাড়াও বাংলাদেশ বেতার ও টেলিভিশনে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

জার্মান ডাক বিভাগের এক সিনিয়র কর্মকর্তা জে. হাইনরিখ ফন স্টিফেন ১৮৬৮ সালে একটি পোস্টাল ইউনিয়ন গঠনের উদ্যোগ গ্রহণ করেন এবং প্রস্তাব আকারে জার্মান সরকারের কাছে পেশ করেন। প্রস্তাবের সূত্র ধরে জার্মান সরকারের উৎসাহে সুইজারল্যান্ডের বার্ন শহরে ১৮৭৪ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ২২টি দেশের ডাক বিভাগ একত্রিত হয়ে একটি সম্মেলন করে। সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর প্রতিষ্ঠিত হয় জেনারেল ইউনিয়ন অব পোস্ট। ১৮৭৮ সালে জেনারেল ইউনিয়ন অব পোস্ট পরিবর্তন করে বিশ্ব ডাক সংস্থা করা হয়। বিশ্ব ডাক সংস্থা গঠনের পর যে কোনো রাষ্ট্র থেকে পাঠানো চিঠি অন্য রাষ্ট্র বিনা মাশুলে গ্রহণ করে।

 

পূর্বকোণ/এ্মটি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট