বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের পিতা মীর মোহাম্মদ নাছির উদ্দীন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি আছেন।
সোমবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য মীর নাছির উদ্দিনকে নিয়ে যাওয়া হয়।
মীর নাছিরের একান্ত সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মীর মোহাম্মদ নাছির উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে গত এক সপ্তাহ ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে হাটহাজারীসহ চট্টগ্রাম ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ