চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

রাউজান উপজেলা কৃষকদল সভাপতি মান্নানকে কুপিয়ে জখম, চমেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক ও হাটহাজারী সংবাদদাতা

৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:২৯ অপরাহ্ণ

রাউজান উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মান্নানকে (৫৫) রাতে বাড়ি  ফেরার সময় হাটহাজারী উপজেলার বুড়িচ্চর ইউনিয়নে দুর্বত্তরা কুপিয়ে গুরুতর জখম করেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারটার দিকে হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়নের ধােপপুল এলাকায় তাঁর বাসার ৪০০ গজ দূরে এ ঘটনা ঘটেছে। আহত আব্দুল মান্নানকে স্থানীয়রা উদ্ধার করে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান।

 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, আব্দুল মান্নানকে হাসপাতালের ২৮ নং ওয়ার্ডের ৭১ (এ) বেডে ভর্তি করা হয়েছে। আহত মান্নানের মাথায় কোপানো হয়েছে। তবে এখন পর্যন্ত মান্নান আশঙ্কা মুক্ত আছেন বলে জানিয়েছেন হাসপাতালে তার সাথে থাকা এমদাদুল হক নামের এক ব্যক্তি।

 

আহত কৃষকদলনেতা রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের পূর্ব উরকিরচর গ্রামের বাসিন্দা। আব্দুল মান্নান রাউজান উপজেলা কৃষকদলের সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক।

 

আব্দুল মান্নানের পুত্র সিয়াম সম্রাট বলেন, আমার বাবাকে রাউজান উপজেলার আমাদের এলাকার আওয়ামী লীগের কিছু নেতা কর্মী মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন।তাঁরাই আমার বাবাকে রাতের আঁধারে হামলা করেছে হত্যার উদ্দেশ্যে।

 

হাটহাজারী উপজেলার মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মহিউদ্দিন সুমন জানিয়েছেন, এ ঘটনার বিষয়ে থানায় বা তদন্ত কেন্দ্রে কেউ কোন অভিযোগ জানাননি। অভিযোগ পেলে তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট