চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চুনতীতে শ্রীমদ্ভগবত জয়ন্তী উৎসব সম্পন্ন

১৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার চুনতী শ্রীমদ্ভাগবত সংঘের উদ্যোগে শ্রীশ্রীমদ্ভাগবতম্ মহাপুরাণের ৫১০০তম জয়ন্তী উপলক্ষে ৯ম বারের মতো সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জয়ন্তী মহামহোৎসব গত ১৪ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে। চুনতী শ্রীশ্রী লোকনাথ ধাম প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- অধিবাস কীর্ত্তন, শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্ত্তন, আলোচনা, মহাপ্রসাদ বিতরণ। অনুষ্ঠানে উদ্বোধক ও পৌরহিত্য করেন গাছবাড়িয়া সচ্চিদানন্দ ধামের অধ্যক্ষ মিলন গোস্বামী মহারাজ। শ্রীমদ্ভাগবত পাঠ পরিবেশন করবেন ভারতের নবদ্বীপের শ্রীধাম থেকে আগত প্রভুপাদ শ্রীল ভাগবত কিশোর গোস্বামী মহারাজ। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে শ্রীমদ্ভাগবত পাঠ। অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন বৈষ্ণবপ্রবর নীলকৃষ্ণ রুদ্র। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণ সম্পাদক লায়ন কৈলাস বিহারী সেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুন্দর কৃষ্ণ দাসজী। বক্তব্য রাখেন মৃদুল আচার্য্য, সুকণ্ঠ দেব, বাবুল কৃষ্ণ দাস প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট