চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঈদ কেনাকাটায় আকর্ষণীয় অফার বালি আর্কেডে

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৪ | ৪:৫৪ অপরাহ্ণ

বাইরে বেশ গরম। সেই গরম পরিবেশ থেকে মার্কেটের ভেতরে প্রবেশ করতেই চারদিকের হিমেল হাওয়ায় ঠান্ডা হয়ে আসে শরীর। স্বস্তি ফিরছে ক্রেতাদের মধ্যে। তারউপর ক্রেতা আকর্ষণ করতে কিছু কিছু আউটলেট দিয়েছে বিশেষ ছাড়। নগরীর চকবাজার এলাকার অত্যাধুনিক শপিংমল বালি আর্কেড বিশেষ করে সমাদৃত তরুণ-তরুণীদের কাছে। শুধু তাই নয়, এখানে যেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলা। এসব তরুণ-তরুণীদের আড্ডার সাথে চলছে কেনাকাটা। এক ছাদের নিচে নামিদামি ২৬০টি দেশি-বিদেশি ব্র্যান্ডের শো-রুম রয়েছে এখানে। ভেতরে প্রবেশ করেই সামনাসামনি তাকাতেই চোখ পড়ে মার্কেটের প্রবেশমুখে শৈল্পিক, স্বদেশপল্লী, জুনিয়রসহ আশপাশের সুসজ্জিত আউটলেটগুলোতে। মনোরম পরিবেশে থরে থরে সাজানো রঙ-বেরঙের পোশাকে ভরপুর প্রতিটি আউটলেট। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণীদের পোশাক, জুতা, কসমেটিকসহ প্রয়োজনীয় সব প্রসাধনী সামগ্রীতে ঠাসা প্রতিটি দোকান। বিশেষ করে তরুণ-তরুণীদের ওয়েন্টার পোশাকের সমাহার পুরো মার্কেট জুড়ে।

 

গতকাল (শনিবার) বেলা চারটার দিকে অল্পবয়স্ক তরুণ-তরুণীদের সমাগমে এমনই জমজমাট ছিল শপিংমলের সবগুলো ফ্লোর। এরমধ্যে ঈদের কেনাকাটা জমে উঠেছে। শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় স্বাচ্ছন্দ্যে কেনাটাকা সারছেন ক্রেতারা। ব্যবসায়ীরা জানান, এখানের সিংহভাগ কাস্টমার অল্পবয়স্ক, মডার্ন তরুণ-তরুণী। আবার বিভিন্ন কলেজবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছে। গত দু’দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পুরোদমে শুরু হয় বেচাবিক্রি। এসব তরুণ-তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে ওয়েস্টার কালেকশ। এছাড়া রূপচর্চার প্রসাধনী সামগ্রীর বিশাল সমাহার রয়েছে এখানে।

 

স্বদেশপল্লী আউটলেটের ম্যানেজার রাকিবুল ইসলাম রনি বলেন, বেচাবিক্রি বেড়েছে। ঈদের জন্য নতুন নতুন ডিজাইনের পোশাক তোলা হয়েছে। তবে এবার ঈদ পোশাকে খুব একটা নতুনত্ব আসেনি। অন্যান্য বছরের ঈদ ফ্যাশনের পোশাকগুলোর জনপ্রিয়তা এখনো রয়েছে। তিনি বলেন, ছেলে- মেয়ে, শিশুদের পোশাক রয়েছে এখানে। মেয়েদের পোশাকগুলো ২৪শ’ টাকা থেকে পাঁচ হাজার ৫শ’ টাকায় পাওয়া যাচ্ছে। ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি এবং টি-শার্ট ১৩শ টাকা থেকে পাঁচ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। বাচ্চাদের পোশাক ৬শ’ থেকে দুই হাজার টাকায় পাওয়া যাচ্ছে। শৈল্পিক, লা রিভ, সানবি বাই তনি, টুকিটাকি ডট কম, অপূর্ব, স্পার্ক গিয়ারসহ প্রায় সবগুলো আউটলেটে পোশাকের দাম প্রায় কাছাকাছি।

 

খোলামেলা পরিবেশের মাঝে অত্যাধুনিক লিফট স্কেলেটর। সেটি বেয়ে দ্বিতীয় তলায় উঠতেই চোখে পড়ে সব প্রসাধনীর দোকান। রূপচর্চায় আগ্রহী তরুণীদের ভিড় ছিল এসব আউটলেটে। এখানের ‘আল্টিমেট কুইন’, ‘ক্রিমসন’, ‘মেক আপ জোন’সহ ৫-৭টি আউটলেট আছে রূপচর্চা প্রসাধনীর। পণ্যের মেয়াদ, দাম যাচাই করে প্রসাধনী কিনছেন নারীরা। প্রসাধনীর মধ্যে রয়েছে স্ক্রিন ক্রিম, ফেসওয়াশ, ফেসক্রিম, বডি ক্রিম- লোশন, তেল, শ্যাম্পুসহ লিপিস্টিক, আইলাইনার, মেহেদি।

 

নাজিহা আফরোজ ও আরহী স্বর্ণা বলেন, ঈদের শপিং করতে এসেছি। কয়েকটি পোশাকও কিনেছি। দ্বিতীয় তলায় এসেছি রূপচর্চার প্রসাধনী কিনতে। তবে অনেক দাম এ পণ্যের।

 

মার্কেটের দ্বিতীয় তলায় লেডিস জোন ‘কুইন্স’ ঈদ উপলক্ষে পোশাকের উপর দিয়েছে বিশেষ অফার। ব্যানারে লেখা আড়ং কটন গাউন ছাড় দিয়ে বিক্রি করছেন ৫শ’ টাকায়, কাবলি টু পিস ৯শ’ টাকায়, স্টোন ওয়ার্ক টু’পিস ৯৯৯ টাকা, জয়পূরী আন স্টিচ থ্রিপিস ৫৫০-৬৫০ টাকায়, অনলাইন ভাইরাল টুপিস কোডস ৭৫০ টাকা, আগানূর তিন হাজার ৫শ’ টাকা, বিন হামীদ লাক্সারি শিপন থ্রিপিস তিন হাজার ৭শ’ টাকায় বিক্রি হচ্ছে। টুকিটাকি, রিনা’স আর্ট আউটলেটে ৫০% ছাড় দিয়েছে পোশাকের উপর। এছাড়া ‘আর্টস অফ পিয়া’ আউটলেটে ডায়মন্ডের নাকফুল, স্মার্ট ফোন, ওয়াচ, সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন পণ্যের উপর ১০জনকে দিচ্ছেন কক্সবাজারে ফাইভ স্টার হোটেলে ‘এক রাত দু’দিন থাকার সুযোগ’।

 

টুকিটাকি’র বিক্রয় কর্মী ইমা আক্তার বলেন, ঈদের জন্য আমাদের সবগুলো পণ্যের উপর ৫০% ছাড় দেয়া হয়েছে। এখানে জারদৌসি ও কারচুপির পোশাকগুলো পাওয়া যায়। এ পোশাকগুলোর উপর বিশেষ ছাড় দেয়া হয়েছে।

 

এদিকে, বেচাকেনা বেড়েছে শিশুদের পোশাকআশাকের, জুতা, ব্যাগ, বোরকা, হিজারসহ সবই বিক্রি হচ্ছে সমান তালে। এছাড়া ক্রেতাদের স্বাচ্ছন্দ্যে কেনাকাটার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছেন মার্কেট কর্তৃপক্ষ। ক্রেতাদের সুবিধার্থে মার্কেটে রয়েছে দুটি বেজমেন্টে কার পার্কিং সুবিধা।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট