চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কারাগারে চসিক কাউন্সিলর টিনু

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৪ | ২:৩৭ অপরাহ্ণ

যুবলীগ কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১৯ মার্চ) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

জানা গেছে, অভ্যন্তরীণ বিরোধের জেরে এক যুবলীগ কর্মীকে অপহরণ করে নিজ ওয়ার্ড কার্যালয়ে আটকে রেখে বেধড়ক পেটানোর ঘটনায় গত ৩ মার্চ পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলার জামিন নিতে তিনি আজ আদালতে হাজির হন। এ সময় তার আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট