চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

থানচিতে মৌজা হেডম্যান কার্যালয় আগুনে পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা , বান্দরবান

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

বান্দরবানে থানচিতে মৌজা হেডম্যানের কার্যালয় আগুনের পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার বিকালে ৩৬২ নম্বর থানচি মৌজা হেডম্যানের কার্যালয়ে আগুন দেখা যায়। কার্যালয়ের ফার্নিচারসহ প্রায় ৮ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ৩৬২নম্বর থানচি মৌজা হেডম্যানের পরিবারের লোকজন জানিয়েছে। জনসাধারণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও মৌজাবাসীদের সাথে মিটিং এর জন্য হেডম্যানের নিজস্ব পকেট হতে ২০০৮ সালে ৩৬২ নম্বর থানচি মৌজা হেডম্যান কার্যালয় হিসেবে নির্মাণ ও ব্যবহার করা হয়েছিল । ৩৬২ নম্বর থানচি মৌজা হেডম্যান ও থানচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হ্লাফসু হেডম্যান ৫ বছর নিয়মিত ব্যবহারের পর ২০১৩ সালে হেডম্যান কার্যালয়টি যে ভূমিতে নির্মিত হয়েছিল তার উপর ভূমি মালিকানা নিয়ে থানচি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মংওেয়ই মারমা এর ছেলে মংমংসিং মারমা আদালতে মামলা করলে আদালত ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দিলে কার্যালয়টি অব্যবহৃত রয়ে যায় দীর্ঘদিন যাবৎ । হ্লাফসু হেডম্যান এর পারিবারিক ছোট ভাই, উপজেলা আওয়ামী লীগের নেতা ও থানচি হেডম্যান পাড়া নিবাসী অংশৈসা মারমা সাংবাদিকদের জানান, ২০১৩ সালে ভূমি মালিকানা নিয়ে আদালতে মামলা হলে আদালত ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দিলে ৭ বছর ধরে অব্যবহৃত ছিল। যোগাযোগ করা হলে থানচি মৌজা হেডম্যান ও থানচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হ্লাফসু জানান আমি গত কয়েকদিন যাবৎ বান্দরবান বাড়িতে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছি। চিকিৎসকের পরামর্শ মতে বিশ্রামে রয়েছি তবে সুস্থ হলে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখবো । থানচি অফিসার ইনচার্জ জোবাইরুল হক জানান, পাহাড়ে পরিত্যক্ত ঘরে কেউ বিড়ি সিগারেট খেয়ে অসাবধানতার কারণে আগুন লাগতে পারে বলে জানা গেছে ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট