চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইয়াবা খুঁজে না পাওয়ায় মাদকসেবীর কা-

রাঙামাটিতে বউ, শাশুড়ি ও শ্যালকদের ওপর হামলা

পূর্বকোণ প্রতিনিধি , রাঙামাটি অফিস

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৩৬ পূর্বাহ্ণ

রাঙামাটি শহরস্থ নিজ বাসায় লুকিয়ে রাখা ইয়াবা খুঁজে না পেয়ে পরিবারের বউ, শাশুড়ি ও ভাইদের ওপর সন্ত্রাসীকায়দায় হামলা চালিয়েছে মাদকসেবী বখাটে অভিজিৎ চৌধুরী (৪২) ও তার বন্ধুরা। হামলায় অভিজিৎ চৌধুরীর বউ রুপা দে (২৫) , শাশুড়ি শিখা রানী দে (৫০) রুপার ভাই সুমন দে (২৬) ও সুজন দে (৩০) আহত হয়েছেন। তাদের মধ্যে শিখা রানী দে ও সুজন দে গুরুতর আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা সবাই একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি শহরের পৌর ২নং ওয়ার্ডের পুরাতন হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে। স্থানীয় পৌর কাউন্সিলর করিম আকবরও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমি বিষয়টি জানার পর ঘটনাস্থল উপস্থিত হই এবং ভুক্তভোগীদের থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি।

এছাড়া তিনি জানান, সামাজিকভাবেও এই ঘটনার একটি প্রতিকারমূলক ব্যবস্থা নেয়া হবে। যাতে ভবিষ্যতে এলাকায় এ ধরনের সন্ত্রাসীমূলক ঘটনা না ঘটে। আহতরা বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদিকে সন্ত্রাসী হামলার বিষয়ে রুপা দে ও তার মা শিখা দে বাদি হয়ে বৃহস্পতিবার রাতে অভিজিৎ চৌধুরীকে প্রধান আসামি করে রাঙামাটির কোতোয়ালী থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। মামলায় রনি, অক্ষয়, আজিজ ও হায়দারসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়। মামলার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি জানিয়েছেন, আমরা ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমলে নিয়েছি, মামলা হয়েছে। আসামিদের আটক করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট