চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উপজেলার বিভিন্ন স্থানে মাহফিলে বক্তারা

মহানবীর আদর্শ অনুসরণেই সম্ভব আদর্শিক জীবন গঠন

মফস্বল ডেস্ক

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৫ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে হিজরি নববর্ষ বরণে র‌্যালি ও শোহাদায়ে কারবালা স্মরণ উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আয়োজিত মাহফিলে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করেই আদর্শিক জীবন গঠন করা সম্ভব।
পটিয়া আমির ভা-ারে তৃতীয় দিবস: পটিয়া আমির ভা-ার দরবার শরীফে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল গত বুধবার তৃতীয় দিনে পীরে তরীকত শাহসুফি সৈয়দ কুতুব উদ্দিন শাহ আমিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অতিথি ছিলেন সাবেক পটিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, পটিয়া ইসলামী ফ্রন্টে’র সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোরর্শেদ হোসেন নিজামী ও আল ছঅবির ট্রেডিং এন্ড কোং ওমান এর ম্যানেজিং ডাইরেক্টর নাছির উদ্দিন আলমদার। বিশেষ অতিথি ছিলেন শাহসুফি সৈয়দ কামাল হোসাইন শাহ আমিরী ও সৈয়দ মোজাম্মেল হক শাহ আমিরী। প্রধান আলোচক ছিলেন ঢাকা দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন। আলোচক ছিলেন আল্লামা আবুল আছাদ মুহাম্মদ জোবাইর রেজভী ও আল্লামা সৈয়দ হাসান আল আযহারী। বক্তব্য রাখেন শাহাদাতে কারবালা মাহফিল কমিটির সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ শাহ্ আমিরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আমির হোসেন, প্রকাশনা সম্পাদক ও পটিয়া পৌরসভা আ.লীগ ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আসাদুজ্জামান আমিরী তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল, শহীদুল ইসলাম, আমান উল্লাহ আমিরী, জাবেদ হোসেন নয়ন, আশরাফ আমিরী, নাদিম আমিরুল হক, নুরুল কবির ও আব্বাস উদ্দিন মল্ল।

দক্ষিণ আশিয়ায় তৃতীয় দিবস: পটিয়াস্থ দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে ১০ দিনব্যাপী মাহফিলে শোহাদায়ে কারবালার তৃতীয় দিবস গত ৩ সেপ্টেম্বর উদযাপন করা হয়েছে। আহ্লে বায়তে রাসুল (সা.) স্মরণে অনুষ্ঠিত মাহফিলে ছদারত করেন ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা। অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হাবিবুল হাসান। মাহফিলে সততা ও আমানতদারী এবং মিথ্যার কঠিন পরিণতির ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন ঢাকাস্থ কাদেরীয়া তৈয়্যবীয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মওলানা জসীম উদ্দিন আল-আযহারী। মাদরাসা শিক্ষার গুরুত্ব বিষয়ে বয়ান করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুন নবী হক্কানী এবং তকরির করেন গাউছিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করীম। এতে সভাপতিত্ব করেন মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক জব্বারী। উপস্থিত ছিলেন মাওলানা আবু তালেব মঈনী, আবুল কাশেম বয়ানী, কাজী নেজামুল হক, মুহাম্মদ তছকির সওদাগর, মুহাম্মদ নুরুল আমিন টিটু, মুহাম্মদ আব্দুল করিম প্রমুখ।
পটিয়ার হিলফুল ফুযুল একতা সংঘ: সংঘের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন করা হয়েছে সম্প্রতি। সংগঠনের সভাপতি এমরাজ উদ্দিন চৌধুরী পারভেজের সভাপতিত্বে এ উপলক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী জামে মসজিদের খতিব কাজী নাছির উদ্দিন তৈয়বী। রাশেদুল রাবী জুয়েল ও মো. রায়হান চৌধুরী বাপ্পির যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা আবু ছৈয়দ, সহ-সভাপতি হাবিবুব রহমান, সাধারণ সম্পাদক শোয়াইবুল ইসলাম হেলাল, ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট