চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এবারও স্বাধীনতা দিবসে শহীদ মিনারে দেয়া হচ্ছে না শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক

৬ মার্চ, ২০২৩ | ৩:২৫ অপরাহ্ণ

নগরীর মুসলিম ইন্সটিটিউট সংলগ্ন পুনঃনির্মিত শহীদ মিনারে এবারও স্বাধীনতা দিবসে শ্রদ্ধাঞ্জলি না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ক্ষেত্রে সাইট সেফটির বিষয়ে নিশ্চয়তা দিতে না পারাসহ তিনটি সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

সোমবার (৬ মার্চ) সকাল ১০টায় নির্মাণাধীন মুসলিম ইনস্টিটিউট সংলগ্ন শহীদ মিনারের কার্যক্রম পরিদর্শনের পর উপস্থিত সাংবাদিকদের একথা জানান তিনি। জেলা প্রশাসক জানান, শহীদ মিনারের নির্মাণাধীন স্থানের ঝুঁকি ও সৌন্দর্য বর্ধনের নিমিত্তে অপ্রতুল সময় বিবেচনায় আসন্ন মহান স্বাধীনতা দিবস মুসলিম ইনস্টিটিউট সংলগ্ন শহীদ মিনারে পালন না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ উপস্থিত সকলে একমত পোষণ করেন বলে জানা গেছে।

পূর্বকোণ/পিআর/এসি/

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট