চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

সিত্রাং : নিরাপদ আশ্রয়ে যেতে মিরসরাইয়ে মাইকিং

মিরসরাই সংবাদদাতা

২৪ অক্টোবর, ২০২২ | ২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুটি পৌর এলাকায় মাইকিং করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের এক জরুরি সভা শেষে মাইকিং শুরু হয়।

 

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান জানান, সিত্রাং মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার উপকূলীয় এলাকা ওচমানপুর (আংশিক), ইছাখালী, কাটাছরা (আংশিক), মিঠানালা, মঘাদিয়া, মায়ানী (আংশিক) ও সাহেরখালী ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য প্রস্তুত করা হয়েছে ৪৪টি সাইক্লোন সেন্টার। তাদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে প্রস্তুত রাখা হয়েছে ২১টি মেডিকেল টিম।

মিরসরাই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র (সিপিপি) টিম লিডার এম সাইফুল্লাহ দিদার জানান, এখানকার উপকূলীয় এলাকাগুলোতে ৮০টি টিমের ১৬০০ স্বেচ্ছাসেবক কাজ করছে। ইতোমধ্যে বঙ্গোপসাগর উপকূলের এলাকাগুলো থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে স্বেচ্ছাসেবকরা কাজে নেমেছে।

 

পূর্বকোণ/এএস/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট