চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

লায়ন্স জেলা ৩১৫-বি৪’র ২৭তম বার্ষিক কনভেনশন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

অনলাইন ডেস্ক

২ মে, ২০২৪ | ৯:২৭ অপরাহ্ণ

লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ’র ২৭তম বার্ষিক কনভেনশন উপলক্ষে নগরীর জিইসি কনভেনশন সেন্টার থেকে আজ বুধবার বিকেলে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে ঘোড়ার গাড়ি, রং-বে’রঙের প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে পাঁচ শতাধিক লায়ন ও লিও সদস্য অংশ নেয়। র‌্যালিটি জিইসি কনভেনশন সেন্টার থেকে শুরু হয়ে জাকির হোসেন রোড়ের চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জিইসি কনভেনশন চত্বরে শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে র‌্যালি উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, কনভেনশন কমিটির চেয়ারম্যান রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার-১ লায়ন মির্জা আকবর আলী চৌধুরী, কেবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, র‌্যালি কমিটির চেয়ারম্যান রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন অশেষ কুমার উকিল, সেক্রেটারি লায়ন নুর মোহাম্মদ বাবুসহ লায়ন্স জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা গভর্নর বার্ষিক কনভেনশন উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করার জন্য সকলকে আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, লায়ন্সরা বিশ্বব্যাপী সেবাকর্ম নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। যেকোন দুর্যোগ-দুর্বিপাকে সবার আগে লায়নরাই ছুটে যাচ্ছে নিপীড়িত মানুষের কাছে। সেই সাথে বিশ্বব্যাপী চক্ষু সেবায় লায়ন্স ক্লাবস্ অন্যান্য সংগঠন হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, জীবনমান এমন কোন বিষয় নেই যেটা নিয়ে লায়ন্সরা কাজ করে না।
টাইগারপাস নেভী কনভেনশন সেন্টারে দু’দিনব্যাপী বার্ষিক কনভেনশন শুরু হবে আগামীকাল শুক্রবার সকাল ৯টায়।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট