চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

রাউজানে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

রাউজান সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০২২ | ১০:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে মোছাম্মদ আদফিয়া হোসেন রাহেজা (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার চিকদাইর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামে এই ঘটনা ঘটে। 

ওই তরুণী রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের মো. জেবুল হোসেনের মেয়ে। তিনি চট্টগ্রাম মহিলা কলেজের ছাত্রী। 

স্থানীয় লোকজন জানান, তার বাবা-মায়ের মধ্যে পারিবারিক কলহ চলছে। পারিবারিক কলহের জের ধরে তার মা হাটহাজারী (রাহেজার নানার বাড়িতে) থাকতেন। বাবা-মার বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে চিন্তিত ছিল সে। এর জের ধরে নিজ বসতঘরের দ্বিতীয় তলায় গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গহিরার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশটি থানায় নিয়ে যান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হবে। দুই মেয়ে এক ছেলের মধ্যে সে সবার বড় বলে জানা গেছে।

 

পূর্বকোণ/জাহেদ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট