চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড

লোহাগাড়া সংবাদদাতা

৩ সেপ্টেম্বর, ২০২২ | ৭:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মুহাম্মদ আবদুল কুদ্দুস কোম্পানী (৩৪) চরম্বা ইউনিয়নের মৃত আবদুল আলমের পুত্র।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার চরম্বা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজিদারপাড়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শরীফ উল্যাহ।

ইউএনও মুহাম্মদ শরীফ উল্যাহ জানান, কিছুদিন ধরে আবদুল কুদ্দুস কোম্পানি রাতের অন্ধকারে বিনা অনুমতিতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচার করে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে চরম্বা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজিদারপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আবদুল কুদ্দুস কোম্পানিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় পাহাড় কাটা কাজে ব্যবহৃত এস্কেভেটরও জব্দ করা হয়।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট