চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শোক দিবসের সভায় চেয়ারম্যান বাবুল

বঙ্গবন্ধুর খুনিদের যারা সহযোগিতা করেছে তাদেরও বিচার হওয়া উচিত

নিজস্ব সংবাদদাতা , রাউজান

৬ আগস্ট, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বলেছেন, শুধু বঙ্গবন্ধু হত্যাকারীদের নয়, যারা খুনিদের নানাভাবে সহযোগিতা করেছে তাদেরও বিচার হওয়া উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাক-প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী, অধ্যক্ষ একেএম আবদুর রশীদ, ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়–য়া, নুরুল আবছার বাশি, মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তী, থানার সেকেন্ড অফিসার মো. নুরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন, আওয়ামী লীগ নেতা রুনু ভট্টাচার্য, প্রকোশলী আবুল কালাম, একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট