চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

‘তোর সঙ্গে আর কথা হলো না বন্ধু!

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২ | ৭:০১ অপরাহ্ণ

চলছিল মিরসরাই ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ জনের লাশ হস্তান্তর । ঘড়ির কাটায়  তখন রাত সাড়ে ১০টা। তখন পর্যন্ত ৯ টি লাশ হস্তান্তর করা হলে বাকি দুইটি লাশের মধ্যে কলেজ ছাত্র শান্তর লাশের পাশে বসে অঝোরে  কাঁদছিল ছেলেটি। মাটিতে বসে লাশের প্যাকেটে হাত বুলিয়ে বলছিল, ‘তোর সঙ্গে আমার আর কথা হলো না বন্ধু! যাওয়ার আগে যদি একবার দেখা করতি। শুধু একটাবার। সেই অফসোসে আমি মরে যাবো!’ তার বাঁধভাঙা কান্নায় সেখানের পরিবেশ ভারী হয়ে উঠে। কিছুতেই থামছিল না কান্না। তার কান্না দেখে কিছুক্ষণের জন্য কাঁদতে ভুলে যায় শান্তের মা ও পরিবারের লোকজন। তারা ছেলেটিকে জড়িয়ে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়ে। উপস্থিত লোকজন ছেলেটিকে নিহত শান্তের ভাই মনে করলেও জানা গেল তার নাম  মোহাম্মদ তানভীর হোসাইন। সে নিহত শান্তের বন্ধু। এই সম্প্রীতি, এই ভাতৃত্ব দেখে একটা ধাক্কা খেলেন উপস্থিত সকলে।
শুধু তাই নয় পরিবারের লোকজন যখন লাশ হস্তান্তরের কাগজপত্র নিয়ে দৌড়াচ্ছে তখন লাশের পাশে একা বসে ছিল তানভীর। গতকাল শুক্রবার ( ২৯ জুলাই) এই ঘটনার পর তানভীরের এই বন্ধুত্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সারা ফেলেছে। শান্ত ও তানভীরের ছোট বেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা তাদের। তাদের নিখাঁদ বন্ধুত্বের বিচ্ছেদ ঘটিয়েছে ‘মৃত্যু’।
পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট