চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

উখিয়ায় সাড়ে ১০ কোটি টাকার ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২ | ৭:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় ৩ লাখ ৫৬ হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলো- উপজেলার জাদিমুড়ার সৈয়দ আলমের ছেলে মো. জাহিদ আলম (২৫) ও মো. ফরিদ আলম (২১)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে বালুখালী খাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (৩০ জুলাই) দুপুর ৩টায় সিপিসি-৩ চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর অধিনায়ক কর্নেল এম এ ইউসুফ এসব তথ্য জানান।

তিনি বলেন, উখিয়া থানার বালুখালী খাল এলাকায় কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা বেচা-কেনার জন্য অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। পরে সেসব বস্তা তল্লাশি করে ৩ লাখ ৫৬ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১০ কোটি ৬৮ লাখ টাকা। গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট