চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২ | ৩:২১ অপরাহ্ণ

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ জনের পরিবারকে দাফন-কাফন বাবদ ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। এছাড়া আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দুপুর দেড়টায় ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য জানান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদুল আলম।

তিনি বলেন, ‘জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।’

উল্লেখ্য, শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টায় মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় গেটম্যান সাদ্দামকে আটক করে পুলিশ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট