চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে তক্ষকসহ ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২২ | ৪:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে তিনটি বিপন্ন বন্যপ্রাণী তক্ষকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তাররা হলেন- খাগড়াছড়ি সদর থানার ভুয়াছড়ি স্কুল টিলার আব্দুল হামিদ মীরের ছেলে মো. বিল্লাল হোসেন (৩০) ও বাগেরহাটের স্মরণখোলা থানার খন্তাকাটা গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. জসিম মীর (২৬)।

শুক্রবার (২০ মে) রাত ৯টায় উপজেলার কাটিরহাট বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, পাচারকারীরা কাটিরহাট বাজারে বিপন্ন বন্যপ্রাণী তক্ষক বিক্রির চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযানে যায় র‌্যাবের একটি দল। এ সময় একটি প্লাস্টিকের ব্যাগ থেকে তিনটি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা তক্ষকগুলো বিক্রির জন্য ওই জায়গায় অপেক্ষা করছিল। তারা বন্যপ্রাণী তক্ষক কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী তক্ষক কেনা-বেচা ও ভারতে পাচার করে আসছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধার তক্ষকগুলো বনবিভাগের হাটহাজারীর স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তারা সেগুলো জঙ্গলে অবমুক্ত করেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট