চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আক্রান্তের দুই-তৃতীয়ংশই সুস্থ # আরও ৭ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০১৯ | ২:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরও সাত ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার এসব রোগীকে শনাক্ত করা হয়। শনাক্ত করা সকলেই নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে মেডিকেল সেন্টারে রয়েছে পাঁচজন আর রয়েল হাসপাতাল ও পার্কভিউ হাসপাতালে দুইজন রোগী চিকিৎসাধীন রয়েছে। সবমিলিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ৪৯ জন রোগী শনাক্ত করা হয়েছে। এদিকে, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে দুই তৃতীংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তারা সবাই নরমাল ডেঙ্গুতে আক্রান্ত রয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জন। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী পূর্বকোণকে বলেন, ‘নতুন করে সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে তারা সবাই নরমাল ডেঙ্গুতে আক্রান্ত। চট্টগ্রামে এখন পর্যন্ত যতজন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তারা সবাই এখন সুস্থ রয়েছে। অধিকাংশই চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এতে কাউকে আতংকিত হওয়ার কিছুই নেই। তবুও একটু সচেতন থাকতে হবে’। মরণব্যাধী এ রোগ থেকে নিস্তার পেতে চট্টগ্রামের প্রতিটি উপজেলাসহ নগরীর বিভিন্ন এলাকায় সচেতনমূলক প্রচারণা চালানো হচ্ছে জানিয়ে সিভিল সার্জন আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি উপজেলা তদারকির জন্য কন্ট্রোল রুম খোলা আছে। প্রতিদিনি আমরা সচেতনমূলক লিফলেট বিতরণ কার্যক্রম চালু আছে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্রাশ প্রোগ্রাম চালু করা রয়েছে। এ ক্রাশ প্রোগ্রামের আওতায় নগরীর প্রতিটি ওয়ার্ডের ড্রেনগুলোতে ২৫ হাজার লিটার এডাল্টিসাইড, দশ হাজার লিটার লার্ভিসাইড ছিটানো হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট