চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফায়ার সার্ভিসের চেষ্টায় চমেক হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০১৯ | ৫:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় ভোর ৬টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২৩ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে নিচতলার তলার একটি অস্থায়ী স্টোর রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।

জসিম উদ্দীন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ৯টি গাড়ি কাজ করেছে। দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন।

আগুনে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়েছে। ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

 

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট